Sunday, August 30, 2015

গেরস্থালী বর্জ্যপানিকে চাষাবাদের কাজে লাগানোর প্রযুক্তি অর্জন

9:43 AM


ইরান গেরস্থালী বর্জ্যপানিকে চাষাবাদের কাজে লাগানোর প্রযুক্তি অর্জন করেছে। ইরানের ভাইস প্রেসিডেন্সি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির আওতাধীন  জৈবপ্রযুক্তি উন্নয়ন সদর দফতরের সচিব মোস্তফা কাইনেয়ি এ কথা জানিয়েছেন।

উন্নত দেশগুলোতে গেরস্থালী  বর্জ্যপানি প্রক্রিয়াকরণ ব্যবস্থা প্রচলিত আছে। ইরান পানি বিশেষজ্ঞরা এ প্রযুক্তি নিজেরাই অর্জন করেছে বলে জানান তিনি।  খাবার পানি অপচয় ঠেকানোর লক্ষ্য এ প্রযুক্তি অর্জন করা হয়েছে বলেও জানান তিনি। পানি প্রক্রিয়াকরণের কাজ জড়িত জৈবপ্রযুক্তি উন্নয়ন দফতরের ইরানি বিশেষজ্ঞরা এ প্রকল্পের কাজ শেষ করেছেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, আবাসিক এলাকায়  যে বর্জ্যপানি উৎপাদিত হয় প্রক্রিয়া করণের পর তা চাষাবাদ ছাড়াও বাগান বা পার্কের গাছ-গাছড়া বা সবুজ চত্বরে পানি দেয়ার কাজে ব্যবহার করা যাবে। গাছে বা বাগানে দেয়ার জন্য ব্যাপক হারে খাবার পানি ব্যবহারের ধারা এতে ধীরে ধীরে কমে আসবে এবং এ পানির ওপর ওপর চাপও অনেক কমবে। 

তিনি বলেন, পানি রূপান্তর প্রযুক্তি ব্যবহার দ্রুততর করার জন্য তেহরান পৌরসভার সঙ্গে আলোচনা হয়েছে।

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

Post a Comment

 

© 2013 প্রযুক্তির দুনিয়া. All rights resevered. Designed by Templateism

Back To Top